গণতন্ত্র উত্তরণের পথ আরো দীর্ঘায়িত করতে কিছু কিছু কূটকৌশল প্রণয়ন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় তিনি এই মন্তব্য করেন।
জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বিশ্ব মানবাধিকার সংস্থা, বাংলাদেশ’-এর উদ্যোগে ‘মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা’ শীর্ষক এই আলোচনাসভা হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক অধ্যাপক বোরহান উদ্দীন খান।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যদিও ইনিয়ে-বিনিয়ে আমরা আশ্বস্ত হয়েছি, তাঁরা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য কর্মকাণ্ড সাজাচ্ছেন, কিন্তু সেই কর্মকাণ্ডগুলো জনগণের সামনে প্রকাশিত নয়। এটা যত দীর্ঘায়িত হবে, তত বেশি বিভিন্ন রকমের অস্থিরতা সৃষ্টির সুযোগ পাবে পতিত স্বৈরাচার ও তার দোসরা।’ সালাহ উদ্দিন আহমেদ আরো বলেন, ‘সংস্কারের প্রধানতম প্রস্তাবক তো বিএনপি। জাতির সামনে আমরাই সেটা প্রস্তাব আকারে দিয়েছি অনেক আগে।
সেগুলোর সঙ্গে বর্তমান সংস্কার কমিশনগুলোর রিপোর্টে কিছু মিল আছে, কিছু অমিল আছে। সেই বিষয়গুলো নিয়ে আলাপ-আলোচনা চলবে। কিন্তু সেই আলোচনাকে আমরা সমাপ্ত করে তারপর যদি বলি যে নির্বাচন হবে, সেটা তো আনসারটেইন ব্যাপার।’