সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৫ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এই দিন ধার্য করেন। এ ছাড়া পিবিআইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলায় জামিনে থাকা বাড়ির নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পালকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১১৬ বার পেছানো হলো।