ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে অভিযান চালিয়ে নারীসহ ৩৩ দালালকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী। তাঁদের মধ্যে ১৯ জন নারী ও ১৪ জন পুরুষ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ‘দালালচক্র নির্মূল’ যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়। ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে যৌথ বাহিনীর এ অভিযান চালানো হয়।
এ সময় সন্দেহভাজন অর্ধশতাধিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে ১৮ জনকে এক সপ্তাহ থেকে সর্বোচ্চ তিন সপ্তাহ পর্যন্ত জেল, ৯ জনকে এক হাজার থেকে সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়। এ ছাড়া ছয়জনকে জেল-জরিমানা করা হয়। শাহবাগ থানার এসআই ইয়ামিন সরকার বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে প্রতারণা করেন দালালরা। তাঁদের নির্মূলে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়েছে। ঢাকা জেলা সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান বলেন, তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে জরিমানাসহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।