সরকারি প্রকল্পের শৌচাগার নির্মাণে অনিয়ম

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
শেয়ার
সরকারি প্রকল্পের শৌচাগার নির্মাণে অনিয়ম

নিম্নমানের সামগ্রী দিয়ে যেনতেনভাবে সরকারি প্রকল্পের আওতায় লক্ষ্মীপুরের রামগতি পৌরসভায় গৃহভিত্তিক শৌচাগার নির্মাণের অভিযোগ উঠেছে। এতে শৌচাগারের স্থায়িত্ব নিয়ে সন্দেহ তৈরি হয়েছে সুফলভোগীদের মধ্যে।

জানা যায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে দেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটারি (বিএমডব্লিউএসএসপি) প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশলীর তত্ত্বাবধানে রামগতি পৌরসভায় ইমপ্রুভড হাউসহোল্ড শৌচাগার নির্মাণ প্রকল্পের অধীনে গৃহভিত্তিক ৭০০ আধুনিক শৌচাগার নির্মাণ করা হচ্ছে। সিডিউল অনুযায়ী শৌচাগারের নির্মাণ ব্যয় ৭০ হাজার ৩০০ টাকা বরাদ্দে কার্যাদেশ পায় শামীম এন্টারপ্রাইজ, একতা ট্রেডার্স, মুক্তা এন্টারপ্রাইজসহ প্রায় ১৫টি ঠিকাদারি প্রতিষ্ঠান।

কিন্তু নির্মাণকাজ প্রকৃত ঠিকাদার আড়ালে থেকে কমিশনে তাঁদের সিন্ডিকেটের অন্য লোক দিয়ে করাচ্ছেন। প্রতিটি শৌচাগারের বিপরীতে ৭০ হাজার ৩০০ টাকা বরাদ্দ থাকলেও দায়সারাভাবে কাজ করা হচ্ছে। ঠিকাদার থেকে সাবঠিকাদার কাজ নিচ্ছেন ৩০ থেকে ৩৫ হাজার টাকায়। ফলে স্টেকহোল্ডাররা সিডিউল অনুযায়ী মানসম্মত শৌচাগার পাচ্ছে না।

এদিকে মাঠ পর্যায়ে নেই কোনো ধরনের তদারকি। ঠিকাদারি প্রতিষ্ঠান ও জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলীর যোগসাজশে ঠিকাদার ও মিস্ত্রিরা মিলেমিশে এমন অনিয়ম করছেন বলে অভিযোগ উঠেছে।

সপ্তাহখানেক ধরে ৩০ জনেরও বেশি সুফলভোগীর বাড়িতে খোঁজ নিয়ে জানা যায়, পৌরসভায় এ পর্যন্ত যেসব গৃহভিত্তিক শৌচাগার নির্মাণ করা হয়েছে, তার সব কটিতে পুরনো ব্যবহৃত খোয়াসহ নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। এ ছাড়া নির্মাণকালে গৃহস্থের কাছ থেকে নেওয়া হয়েছে দুই থেকে তিন ব্যাগ সিমেন্ট।

মোটরের জন্য পানির পাম্প না বসিয়ে শুধু মোটরটি পরিবারকে ধরিয়ে দেওয়া হয়েছে। তাদের দেওয়া ৩০০ লিটারের পানির ট্যাংকগুলো অখ্যাত কম্পানির ও নিম্নমানের।

এ ব্যাপারে একতা ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ডা. হেলাল বলেন, আমি ১৪টি শৌচাগার নির্মাণের কাজ করছি। কোনো অনিয়ম করিনি।

একই কথা বলেছেন অন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের বিপরীতে কমিশনে কাজ করা ব্যক্তিরা।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী তানভির হোসেন বলেন, অনেক কাজ হচ্ছে তো, কিছু অনিয়ম হতে পারে। আমরা নিয়মিত খোঁজখবর নিচ্ছি।

ইউএনও সৈয়দ আমজাদ হোসেন বলেন, অনিয়ম হলে সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন।

 

মন্তব্য

সম্পর্কিত খবর

ডিএনসিসির প্রশাসকের সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তার সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ডিএনসিসির প্রশাসকের সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তার সাক্ষাৎ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেইভ। গতকাল সোমবার দুপুরে রাজধানীর গুলশান নগর ভবনে ডিএনসিসির প্রশাসকের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোলডেন, কমার্শিয়াল কাউন্সেলর জন ফে, ম্যানেজমেন্ট কাউন্সেলর ত্রিশিতা মাওলা ও ইকোনমিক অফিসার জেমস গার্ডিনার।

মন্তব্য

মোল্যা নজরুলসহ পুলিশের দুই কর্তা সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
মোল্যা নজরুলসহ পুলিশের দুই কর্তা সাময়িক বরখাস্ত

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত (সাবেক জিএমপি কমিশনার) ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ১৬ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনি প্রজ্ঞাপন দুটিতে সই করেন। প্রজ্ঞাপনে বলা হয়, গত বছর ৫ অক্টোবর গুলশান থানায় করা মামলায় গত ৯ ফেব্রুয়ারি ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

এ কারণে ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৩৯(২) ধারার বিধান অনুযায়ী গত ৯ ফেব্রুয়ারি সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

মন্তব্য

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা নয়নের ৪ সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা নয়নের ৪ সহযোগী গ্রেপ্তার

রাজধানীর শান্তিনগর এলাকায় গত রবিবার রাতে চাঁদাবাজি করার সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন সমর্থিত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আরো অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ মিলেছে। গতকাল সোমবার পুলিশের তদন্তসংশ্লিষ্ট সূত্র এ তথ্য দেয়। এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আল মাহমুদ রাজ, মাহিদুর জামান ওরফে মোহন হোসেন, নুর আলম ও মো. মাসুদ। পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে শান্তিনগর বাজারে রূপায়ণ অ্যাঞ্জেলের সামনে তাঁদের বেঁধে রেখে মারধর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের আটক করে থানায় নেয়।

মন্তব্য
সংক্ষিপ্ত

সিআইডি প্রধানের দায়িত্বে গাজী জসীম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
সিআইডি প্রধানের দায়িত্বে গাজী জসীম উদ্দিন

অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি গাজী জসীম উদ্দিন।

গতকাল সোমবার ফেসবুকে সিআইডির পেজ থেকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। সিআইডি জানায়, রবিবার গাজী জসীম উদ্দিন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। গত ৯ মার্চ সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে সিআইডি থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়।

এ অবস্থায় নতুন কোনো কর্মকর্তা সিআইডির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ডিআইজি গাজী জসীম উদ্দিন এ দায়িত্ব পালন করবেন।

মন্তব্য

সর্বশেষ সংবাদ