পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতার মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে শহরের পুরনো বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো. ইমরান শেখ, শাহনেওয়াজ অভি ও মো. মুঈন উদ্দিন এবং জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানি, তাঁর ভাই সানজিদ।
বৈষম্যবিরোধী ছাত্র ও নাগরিক কমিটির মধ্যে সংঘর্ষ, আহত ৫
পিরোজপুর প্রতিনিধি

জানা গেছে, সানি তারাবির নামাজ শেষে পুরনো বাসস্ট্যান্ডে যাওয়ার পর পাঁচ থেকে সাতজনের একটি দল লোহার পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে আকস্মিক হামলার চালায়।
মুঈন উদ্দিন বলেন, ‘আমরা তারাবির নামাজ শেষে পুরনো বাসস্ট্যান্ডে চা খেতে আসি, হঠাৎ সানি এসে অভিকে বাজে কথা বলে এবং কমিটিতে আনলি না এমনটা উচ্চ-বাচ্চ কথা বলে। একসময় ওরা আমাদের ওপর হামলা করে।’
সানি বলেন, হামলাকারীরা প্রথমে তাঁকে লক্ষ্য করে আক্রমণ করে।
সম্পর্কিত খবর

ডিএনসিসির প্রশাসকের সঙ্গে মার্কিন দূতাবাস কর্মকর্তার সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেইভ। গতকাল সোমবার দুপুরে রাজধানীর গুলশান নগর ভবনে ডিএনসিসির প্রশাসকের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোলডেন, কমার্শিয়াল কাউন্সেলর জন ফে, ম্যানেজমেন্ট কাউন্সেলর ত্রিশিতা মাওলা ও ইকোনমিক অফিসার জেমস গার্ডিনার।
।
মোল্যা নজরুলসহ পুলিশের দুই কর্তা সাময়িক বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত (সাবেক জিএমপি কমিশনার) ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ১৬ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনি প্রজ্ঞাপন দুটিতে সই করেন। প্রজ্ঞাপনে বলা হয়, গত বছর ৫ অক্টোবর গুলশান থানায় করা মামলায় গত ৯ ফেব্রুয়ারি ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।

চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা নয়নের ৪ সহযোগী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শান্তিনগর এলাকায় গত রবিবার রাতে চাঁদাবাজি করার সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন সমর্থিত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আরো অনেক সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ মিলেছে। গতকাল সোমবার পুলিশের তদন্তসংশ্লিষ্ট সূত্র এ তথ্য দেয়। এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়েছে।

সংক্ষিপ্ত
সিআইডি প্রধানের দায়িত্বে গাজী জসীম উদ্দিন
নিজস্ব প্রতিবেদক

অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি গাজী জসীম উদ্দিন।
গতকাল সোমবার ফেসবুকে সিআইডির পেজ থেকে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। সিআইডি জানায়, রবিবার গাজী জসীম উদ্দিন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। গত ৯ মার্চ সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে সিআইডি থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়।