পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতার মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে শহরের পুরনো বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো. ইমরান শেখ, শাহনেওয়াজ অভি ও মো. মুঈন উদ্দিন এবং জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানি, তাঁর ভাই সানজিদ।
জানা গেছে, সানি তারাবির নামাজ শেষে পুরনো বাসস্ট্যান্ডে যাওয়ার পর পাঁচ থেকে সাতজনের একটি দল লোহার পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে আকস্মিক হামলার চালায়।
মুঈন উদ্দিন বলেন, ‘আমরা তারাবির নামাজ শেষে পুরনো বাসস্ট্যান্ডে চা খেতে আসি, হঠাৎ সানি এসে অভিকে বাজে কথা বলে এবং কমিটিতে আনলি না এমনটা উচ্চ-বাচ্চ কথা বলে। একসময় ওরা আমাদের ওপর হামলা করে।’
সানি বলেন, হামলাকারীরা প্রথমে তাঁকে লক্ষ্য করে আক্রমণ করে।
যখন তিনি আত্মরক্ষার চেষ্টা করেন, তখন তাঁর ভাই সানজিদকেও মারধর করা হয়। এই হামলার ফলে সানির পিঠ ও হাত, এবং সানজিদের গলা ও পায়ে আঘাতপ্রাপ্ত হয়।