৩৪টি রাজনৈতিক দল ও জোটের কাছে মতামত চাওয়া হয়েছে

দ্রুত ‘জাতীয় সনদ’ তৈরির প্রত্যাশা ঐকমত্য কমিশনের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
দ্রুত ‘জাতীয় সনদ’ তৈরির প্রত্যাশা ঐকমত্য কমিশনের

রাষ্ট্র সংস্কারের জন্য বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে ৩৪টি রাজনৈতিক দল ও জোটের কাছে মতামত চেয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। ১৩ মার্চের মধ্যে দলগুলো মতামত জানাবে বলে এ কমিশন আশা করছে। দলগুলোর মতামত পাওয়ার পর শুরু হবে আলোচনা। আলোচনার সুনির্দিষ্ট দিনক্ষণ ঠিক হয়নি।

যখন যে দলের মতামত পাওয়া যাবে, সে সময়  থেকেই আলোচনা শুরু হবে। রাজনৈতিক দল ও জোটগুলোর প্রতি যত দ্রুত সম্ভব মতামত জানাতে বলা হয়েছে। এই প্রক্রিয়ার পরের ধাপ রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত আলোচনা শুরু ও স্বল্প সময়ের মধ্যে ঐকমত্যে পৌঁছে একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে বলেও কমিশনের প্রত্যাশা।

গতকাল জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশন আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য  জানানো হয়। আরো বলা হয়, প্রতিটি সুপারিশের ক্ষেত্রে দুটি বিষয়ে মতামত চাওয়া হয়েছে। প্রথমটি হলো, সংশ্লিষ্ট সুপারিশের বিষয়ে একমত কি না। এতে তিনটি বিকল্প রাখা হয়েছে।

সেগুলো হলো একমত, একমত নইআংশিকভাবে একমত। এই তিনটি বিকল্পের যেকোনো একটিতে টিক চিহ্ন দিয়ে মতামত জানাতে অনুরোধ করা হয়েছে। দ্বিতীয়টি হলো, প্রতিটি সুপারিশের বিষয়ে সংস্কারের সময়কাল ও বাস্তবায়নের উপায়। এ ক্ষেত্রে ছয়টি বিকল্প আছে। সেগুলো হলো নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে, নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে, নির্বাচনের সময় গণভোটের মাধ্যমে, গণপরিষদের মাধ্যমে, নির্বাচনের পরে সাংবিধানিক সংস্কারের মাধ্যমেগণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদের মাধ্যমে
যেকোনো একটিতে টিক চিহ্ন দিয়ে মতামত দিতে বলা হয়েছে। প্রতিটি সুপারিশের পাশে দলগুলোর মন্তব্য দেওয়ার একটি জায়গা রাখা হয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ বলেন, যেকোনো অবস্থাতেই আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে আগ্রহী।

আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই আলোচনা অগ্রসর হবে। সুপারিশের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মতামতের পাশাপাশি নাগরিকদের মতামত জানার জন্য খুব শিগগির ওয়েবসাইটের মাধ্যমে ব্যবস্থা করব। কেবল রাজনৈতিক দল নয়, এ দেশের প্রতিটি নাগরিক এসব সংস্কারের বিষয়ে সুস্পষ্ট মতামত দিতে পারবেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত আলোচনা শুরু ও স্বল্প সময়ের মধ্যে ঐকমত্যে পৌঁছে একটি জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্তব্য

সম্পর্কিত খবর

আন্দোলনে হামলার অভিযোগ

আওয়ামী লীগ নেতাসহ ৫০ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
আওয়ামী লীগ নেতাসহ ৫০ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বিভিন্ন থানা এলাকায় গতকাল শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন সদরঘাট ও গুদাম শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম (২৬), শিকলবাহা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ (৫০), বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক এবং সাবেক মন্ত্রী হাছান মাহমুদের বিশ্বস্ত সহযোগী মো. সেকান্দার আলম বাবর (৪৫)।

 

মন্তব্য

বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, তবে ধর্মান্ধ নয়

নরসিংদী প্রতিনিধি
নরসিংদী প্রতিনিধি
শেয়ার
বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, তবে ধর্মান্ধ নয়
ড. আব্দুল মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্মান্ধ নয়। কোনো দিন ছিল না, কোনো দিন হবেও না।

গতকাল শুক্রবার নরসিংদীর পলাশ উপজেলার আধুনিক মাল্টিপারপাস

অডিটরিয়ামে পলাশ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ।

এই দেশে আমরা পাশাপাশি একজন আরেকজনের কাঁধে হাত রেখে বসবাস করি। এখানে কে কোন জাতি, ধর্ম-বর্ণ সেটা আমরা কখনো বিবেচনা করি নাই। আমরা কখনো বিবেচনা করব না। আমরা মানুষে মানুষে ভালোবাসায় বিশ্বাস করি।
আমরা রাসুলের নির্দেশ অনুসরণ করি। আমরা যার যার ধর্ম নিয়ে শান্তিতে বসবাস করি।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা বিদেশি পশ্চিমাদের কাছে বাংলাদেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে দেখাতে চেয়েছিল। তারা টেররিস্ট হিসেবে পশ্চিমা বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছিল।

আমি বলেছিলাম, এই ট্যাবলেট আর পশ্চিমা বিশ্বকে খাওয়াতে পারবে না। আপনারা দেখেছেন তারা বিভ্রান্ত হয় নাই।

পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ সাত্তারের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. বাহাউদ্দীন ভুঁইয়া মিল্টন, সহসভাপতি আওলাদ হোসেন জনি প্রমুখ।

মন্তব্য

রাষ্ট্র এখনো পরিপূর্ণ স্বাধীন হয়নি, অনেক পথ বাকি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
শেয়ার
রাষ্ট্র এখনো পরিপূর্ণ স্বাধীন হয়নি, অনেক পথ বাকি
মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, রাষ্ট্র এখনো পরিপূর্ণ স্বাধীন হয়নি, অনেক পথ বাকি আছে। ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই মানুষ, রাষ্ট্র তাদের সমান চোখে দেখবে।

গতকাল শুক্রবার তামীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, রাষ্ট্রের মালিক জনগণ।

রাষ্ট্রের দায়িত্বে যাঁরা আছেন, তাঁদের উচিত দল-মত-নির্বিশেষে সবার জন্য সমানভাবে কাজ করা। রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সবার অধিকার রক্ষায় কাজ করবেন।

শহীদ আব্দুল মালেক অডিটরিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জুলাই আন্দোলনে মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু স্বৈরশাসনের সময় তারা সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে।

অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, প্রভাষক ইসহাক আলী, সহকারী অধ্যাপক সালমান ফারসি, তামীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের সাবেক ভিপি খায়রুল আনাম, ছাত্রসংসদের জিএস সাইদুল ইসলাম প্রমুখ।

 

 

মন্তব্য

রমজান উপলক্ষে বসুন্ধরা টয়লেট্রিজে ৪০% ছাড়, খুশি ক্রেতারা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
রমজান উপলক্ষে বসুন্ধরা টয়লেট্রিজে ৪০% ছাড়, খুশি ক্রেতারা

পবিত্র রমজান মাস উপলক্ষে চলছে বসুন্ধরা টয়লেট্রিজের বিশেষ মেলা। বসুন্ধরা টয়লেট্রিজের উদ্বোধনী অফার হিসেবে রমজান মাসজুড়ে সব পণ্যের ওপর মিলছে ৪০ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্যছাড়। গ্রাহকরা প্রতি শুক্রবার মসজিদ ও বাজার এলাকায় মেলা থেকে এই ছাড়ের সুবিধা পাবে।

গতকাল শুক্রবার রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের বড় মসজিদ ও ইসলামিক রিসার্চ সেন্টারের সামনেসহ সারা দেশে জেলা শহরের বিভিন্ন মসজিদের সামনে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ে বসুন্ধরা টয়লেট্রিজের পণ্য বিক্রি শুরু হয়।

বিশেষ ছাড়ে পণ্য পেয়ে ক্রেতারা খুব খুশি।

জুমার নামাজের পর ইসলামিক রিসার্চ সেন্টারের সামনে দেখা যায়, বসুন্ধরা টয়লেট্রিজের হোম কেয়ার, পার্সোনাল কেয়ারের বিভিন্ন পণ্য নিতে ভিড় করেছে ক্রেতারা। বিশেষ করে বিভিন্ন ধরনের টিস্যু, মশার কয়েল ও স্প্রে, ডিটারজেন্ট, এয়ার ফ্রেশনার, টুথপেস্ট ইত্যাদি পণ্য নিচ্ছে তারা।

ক্রেতা আব্দুর রহমান কালের কণ্ঠকে বলেন, রমজানে যেখানে অনেকে পণ্যের দাম বাড়িয়ে দেয়, সেখানে ৪০ শতাংশ ছাড়ে পণ্য বিক্রি নিঃসন্দেহে ভালো ও কল্যাণকর উদ্যোগ।

আমি এখান থেকে বেশ কয়েকটি প্রয়োজনীয় পণ্য নিয়েছি। আশা করব, এ ধরনের উদ্যোগ বসুন্ধরা টয়লেট্রিজ অব্যাহত রাখবে।

বসুন্ধরা টয়লেট্রিজের ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) শোয়েব মাহমুদ বলেন, চলমান মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে পবিত্র মাসে সবার হাইজিন সুরক্ষার কথা চিন্তা করেই বসুন্ধরা টয়লেট্রিজের এই বিশেষ উদ্যোগ। গ্রাহকরা এ সময় নিত্যপ্রয়োজনীয় টয়লেট্রিজ পণ্যগুলো ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ে সংগ্রহ করতে পারবে।

এটি তাদের নিত্যদিনের ব্যবহারের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

 

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ