সিলেটে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করে আলোচনায় মহানগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট সোহান সরকার ও তাঁর সঙ্গীয় ফোর্স। গত বুধবার সকালে নগরের নাইওরপুল পয়েন্ট এলাকায় তাঁদের আটক করা হলেও বিষয়টি জানাজানি হয় পরে।
আটক ব্যক্তিরা হলেন শাহপরান থানার পীরেরবাজার এলাকার মানিক ওরফে হীরা মিয়া ও খাদিমপাড়ার মোজায়েল আহমদ। জানা গেছে, ওই দিন সকাল ৯টার দিকে নাইওরপুল পয়েন্টে ট্রাফিক ডিউটিতে ছিলেন ট্রাফিক সার্জেন্ট সোহান সরকার ও তাঁর সঙ্গীয় ফোর্স ফরহাদ, ওলিউর রহমান ও রিপন মিয়া।
এ সময় একটি বেপরোয়া মোটরসাইকেলকে সন্দেহ হলে থামার সংকেত দেন তিনি। কিন্তু মোটরসাইকেলের চালক সংকেত উপেক্ষা করে লেন পরিবর্তন করে দ্রুত পালানোর চেষ্টা করেন। এ সময় তিনি একটি রিকশায় ধাক্কা দিলে চালক আহত হন। সার্জেন্ট সোহান তাঁদের ধাওয়া করলে সঙ্গীরাও তাঁকে অনুসরণ করেন। তাঁরা মিরাবাজার রোডসংলগ্ন একটি গলির ভেতর থেকে শেষ পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিদের আটকে সক্ষম হন। এসময় তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এসএমপির উপ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, আটক দুই যুবককে মোটরসাইকেল, অস্ত্রসহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।