অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে ব্যর্থ দাবি করে তাঁর অপসারণসহ সাত দফা দাবিতে সমাবেশ করেছে বিভিন্ন বাম সংগঠন। গতকাল শনিবার সকালে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, উদীচী শিল্পীগোষ্ঠী, পাহাড়ি ছাত্র পরিষদ, চারণ সাংস্কৃতিক সংঘ, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি এবং সমাজতান্ত্রিক মহিলা ফোরামের অংশগ্রহণে আয়োজিত সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।
সমাবেশে লিখিত বক্তব্য পাঠ করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আছিয়ার মৃত্যুতে সারা দেশ শোকাহত।
কিন্তু আছিয়ার মতো ঘটনা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটে চলেছে। বরগুনায় কিশোরী ধর্ষণ, বিচার চাওয়ায় কিশোরীর বাবাকে হত্যা করা হয়েছে। সরকার ধর্ষকদের বিচার করতে না পারলেও ধর্ষণের প্রতিবাদে আন্দোলনকারীদের ওপর খড়্গহস্ত হয়েছে। পুলিশ দিয়ে হামলা করে পরে তাদের নামেই মামলা দায়ের করা হয়েছে। অন্তর্বর্তী সরকার ক্রমে অভ্যুত্থানের চেতনা থেকে বিচ্যুত হচ্ছে। সব নাগরিকের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।’
এ সময় রায়হান সাত দফা দাবি ঘোষণা করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে আছিয়াসহ সব হত্যা, ধর্ষণ ও নিপীড়নের বিচার করা; ‘ব্যর্থ’ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ করা; জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার করা; মসজিদ, মন্দির, মাজারে হামলাকারী মব সন্ত্রাসীদের বিচার করা; চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, যৌথ বাহিনীর দ্বারা শ্রমিক হত্যার বিচার করা।