পরিবারকে সহায়তার দায়িত্ব নিল দুই মন্ত্রণালয়

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যার দায় স্বীকার হিটু শেখের

মাগুরা প্রতিনিধি
মাগুরা প্রতিনিধি
শেয়ার
মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যার দায় স্বীকার হিটু শেখের

মাগুরায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ (৪৭)। গতকাল শনিবার তাঁকে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে হাজির করা হয়। বিকেলে তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখের জবানবন্দি নেওয়া হয়েছে।

তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তদন্তের স্বার্থে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। জবানবন্দি শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

মাগুরা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগরসহ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ১৬৪ ধারায় হিটু শেখের জবানবন্দি নেওয়া হয়েছে।

তিনি একাই জড়িত বলে জানিয়েছেন। বাকি তিন আসামি এখনো রিমান্ডে রয়েছেন।

প্রসঙ্গত, বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শহরের নিজনান্দুয়ালী  এলাকায় ৫ মার্চ বুধবার রাতে আট বছরের আছিয়া ধর্ষণের শিকার হয়। সে শ্রীপুর উপজেলার সব্দালপুর এলাকায় বাড়ির কাছের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

ঘটনার পর তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ফদিরপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরে পাঠানো হয় ঢাকায়। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে বৃহস্পতিবার সে মারা যায়।

এদিকে মাগুরায় ধর্ষণ ও নির্যাতনে মারা যাওয়া শিশুর পরিবারকে আইনি সহায়তা ও পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়।

গতকাল শনিবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাগুরায় ধর্ষণ ও নির্যাতনে মারা যাওয়া শিশুটির বিষয়ে সব ধরনের আইনি সহায়তা মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়া হবে। এ ছাড়া তার পরিবার ও বড় বোনের মানসিক স্বাস্থ্যসহ অন্যান্য পুনর্বাসনের দায়িত্ব সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হবে।

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন শারমিন এস মুরশিদ। তিনি এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

আবহাওয়া পূর্বাভাস

শেয়ার
আবহাওয়া পূর্বাভাস

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৬.০ ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩২.০ ডিগ্রি সে.। রাজশাহী ৩৭.৫ ডিগ্রি সে.। রংপুর ৩২.৭ ডিগ্রি সে.।

খুলনা ৩৬.২ ডিগ্রি সে.। বরিশাল ৩৫.১ ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩৪.০ ডিগ্রি সে.। সিলেট ৩১.০ ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৫.৯ ডিগ্রি সে.।

চট্টগ্রাম ২৪.২ ডিগ্রি সে.। রাজশাহী ২৩.৬ ডিগ্রি সে.। রংপুর ২১.০ ডিগ্রি সে.। খুলনা ২৫.৫ ডিগ্রি সে.।
বরিশাল ২৫.৪ ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৫.২ ডিগ্রি সে.। সিলেট ১৯.০ ডিগ্রি সে.

খুলনা, ঢাকা এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

মন্তব্য

শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অগ্রপুরুষ শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিন আজ ১৭ মার্চ। তাঁর নেতৃত্বেই ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। তিনি ১৯২০ সালের ১৭ মার্চ তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

বাংলাদেশের স্বাধীনতা ও নিজস্ব মানচিত্র অর্জনের পথে ধাপে ধাপে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।

মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে তিনি সোচ্চার ছিলেন। ফলে রাজনৈতিক জীবনে তাঁকে বহুবার কারাবরণ করতে হয়েছে তৎকালীন পাকিস্তান রাষ্ট্রে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ধানমণ্ডির বাসভবনে কতিপয় সেনা কর্মকর্তার হাতে সপরিবারে নিহত হন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি শেখ মুজিব। শেখ মুজিব ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
১৯৬৬ সালে তিনি বাংলাদেশের মুক্তির সনদ ঐতিহাসিক ৬ দফা পেশ করেন। ১৯৬৮ সালে তাঁকে আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি করা হয়।

১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি গণঅভ্যুত্থান ও জনগণের চাপের মুখে পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে শেখ মুজিবসহ অন্যান্য আসামিকে মুক্তি দেয়। ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচন ও একাত্তরে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ অর্জনের মাধ্যমে তিনি অবিসংবাদিত নেতায় পরিণত হন।

১৯৭১ সালে দেওয়া তাঁর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কো বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।

মন্তব্য

শিক্ষাঙ্গন

শেয়ার
শিক্ষাঙ্গন
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) গতকাল দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। এ সময় বিইউএফটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আইয়ুব নবী খানসহ ট্রেজারার, রেজিস্ট্রার, ডিন, একাডেমিক ও প্রশাসনিক বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি
মন্তব্য

বিএফইউজে ও ডিইউজের ইফতার মাহফিল

শেয়ার
বিএফইউজে ও ডিইউজের ইফতার মাহফিল
বিএফইউজে ও ডিইউজের ইফতার মাহফিলে গতকাল প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য

সর্বশেষ সংবাদ