এনসিটিবি ও মাদরাসা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মো. ইউসুফ ফারুক (৭৫) এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল রবিবার সকালে রাজধানীর শান্তিনগরে কর্ণফুলী গার্ডেন সিটির সামনের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি আহত হন। তাঁকে উদ্ধার করে শান্তিনগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।