আগামী এপ্রিলে জুলাই গণ-অভ্যুত্থান শক্তির নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার সভাপতি ছিলেন। গতকাল রবিবার ফেসবুকে দেওয়া পোস্টে এ ঘোষণা দেন তিনি।
আলী আহসান জুনায়েদ বলেন, ৩৬ জুলাই ফতেহ গণভবনের পর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হলেও কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো বাস্তবায়িত হয়নি।
পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার, ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, দুর্নীতিমুক্ত সামাজিক ও রাজনৈতিক কাঠামো নির্মাণ, ধর্মবিদ্বেষ ও ইসলাম ফোবিয়ামুক্ত সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গঠন, ফ্যাসিবাদী কাঠামোর সম্পূর্ণ বিলোপ এবং আধিপত্যবাদের বিপক্ষে কার্যকর অবস্থান—এসব গুরুত্বপূর্ণ বিষয় আজ রাজনৈতিক দলগুলোর কাছে গৌণ হয়ে পড়েছে। জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের স্বীকৃতি ও সম্মান দেওয়ার কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে। তিনি আরো বলেন, ‘এই পরিস্থিতিতে আমরা জুলাই অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছি।