বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. অনিন্দিতা দত্তকে গতকাল রবিবার হেনস্তার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তাঁকে বিশ্ববিদ্যালয়ের এফ ব্লকের নিজ কার্যালয়ে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় সেনা সদস্যরা তাঁকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেন। ডা. অনিন্দিতা দত্ত বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক।