ভারতে হোলি উৎসবে মসজিদ থেকে ঢেকে দেওয়া, কুকি চীন নারীদের ধর্ষণ, সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়াসহ বিভিন্ন ইস্যুতে মানববন্ধন করেছে ইনকিলাব মঞ্চ। মানববন্ধনে সংখ্যালঘুদের নির্যাতন বন্ধ ও নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায় সংগঠনটি।
গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন করা হয়। এ সময় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ভারতে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক দাঙ্গার আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদ তুলে ধরা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘ভারত নিজেই তাদের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না। তারা মুসলমানদের রক্ত দিয়ে হোলি উৎসব করে। এমনকি তারা হোলি করতে গিয়ে মসজিদকে পর্দা দিয়ে ঢেকে দেয়। তাদের রং মাখানোতে বাধা দেওয়ায় মুসলমানদের ওপর হামলা করে।
তারা উগ্রবাদীদের লালন করে আমাদের অসাম্প্রদায়িক হওয়ার জ্ঞান দেয়। আমরা বলতে চাই, ভারত বা বাংলাদেশের অনেকেই বলে এ দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়। আপনারা বলতে পারবেন, কোথায় অন্য ধর্মাবলম্বীদের জোর করে কিছু করানো হয়? রাস্তাঘাটে তাদের হেনস্তা করা হয় বলতে পারবেন? যারা এসব বলে তারা বাংলাদেশকে বিশ্বের কাছে অপদস্ত করতে চায়। ৫ আগস্টের পরে এসব সুশীলতা বাংলাদেশে আর চলবে না।’