মুসলমানদের ওপর নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ পালনের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর কমিটি। আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে এই সমাবেশের ঘোষণা দেওয়া হয়। গতকাল বুধবার হেফাজতে ইসলাম বাংলাদেশ এসংক্রান্ত একটি বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘ফিলিস্তিনে বর্বর দখলদার ইসরায়েলের নৃশংস গণহত্যা এবং ভারতে মুসলমানদের ওপর ক্রমবর্ধমান হামলা, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।
’ হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, ‘মুসলিম উম্মাহর এই চরম সংকটময় মুহূর্তে নীরব থাকা মানবতাবিরোধী অপরাধের শামিল। তাই শান্তিপূর্ণ এই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছি।’