সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য বিক্রি চক্রের সদস্য তোফায়েল হোসেনকে (২৯) গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল শুক্রবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এই তথ্য জানিয়েছেন।
সিআইডি জানায়, জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন তথ্য, জন্ম নিবন্ধনপত্র, মোবাইল অপারেটর কর্তৃক কল লিস্ট, লোকেশন, বায়োমেট্রিক তথ্য, মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসেস (এমএফএস) কর্তৃক প্রদত্ত বিভিন্ন তথ্য, পাসপোর্ট, মোবাইল সিম রেজিস্ট্রেশনের ডেটাসহ বিভিন্ন গোপনীয় ব্যক্তিগত তথ্য অর্থের বিনিময়ে অসৎ উদ্দেশ্যে সন্দেহজনকভাবে লেনদেন করা হচ্ছে কি না তা মনিটর করে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের টিম। মনিটর করতে গিয়ে ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপে রাষ্ট্রের নাগরিকদের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও গোপন তথ্য ক্রয়-বিক্রয়কারী চক্রের সদস্য তোফায়েলের খোঁজ পাওয়া যায়।