রাজধানীর নটর ডেম কলেজের ডিবেটিং ক্লাব আয়োজিত ১৩তম ডিবেটার্স লিগ-২০২৫ এবং ৩৬তম ন্যাশনাল ডিবেট প্রতিযোগিতায় টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় খাতা প্রস্তুতকারক প্রতিষ্ঠান বসুন্ধরা খাতা। গতকাল শনিবার কলেজ প্রাঙ্গণে এই বিতর্ক উৎসবের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হয়।
আয়োজকের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১০ থেকে ১২ এপ্রিল এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবারের ডিবেটার্স লিগ এশিয়ান পার্লামেন্টারি ডিবেট ফরম্যাটে অনুষ্ঠিত হবে, যেখানে প্রতিটি দলে তিনজন উচ্চ মাধ্যমিক ও কলেজ পর্যায়ের বিতার্কিক থাকবে।
বিশ্ববিদ্যালয় পর্যায়ের একজন অভিজ্ঞ বিতার্কিক টিম ম্যানেজার হিসেবে দলের দিকনির্দেশনা দেবেন। প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। প্রতিটি দল একটি ফুটবল ক্লাবের প্রতিনিধিত্ব করবে, যা এবারের আয়োজনে ভিন্নমাত্রা যোগ করবে।এবারের ৩৬তম ন্যাশনালসে উচ্চ মাধ্যমিক ও কলেজ পর্যায়ের বিতার্কিকরা ব্রিটিশ পার্লামেন্টারি (বিপি) ডিবেট ফরম্যাটে অংশগ্রহণ করবে। বিতর্ক ছাড়াও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কুইজের আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। এ বিষয়ে নটর ডেম ডিবেটিং ক্লাবের মডারেটর শুভাশিস সাহা বলেন, ‘প্রতিবছর আমরা এই বিতর্ক উৎসবের আয়োজন করি। এবার ৩৬তম ডিবেট ফেস্টে পৃষ্ঠপোষকতা করছে বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপ থেকে আমরা যে সহযোগিতা পাই, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ বছর তিনটি অংশে প্রতিযোগিতাটি হচ্ছে। ১৬টি দল নিয়ে ন্যাশনাল ডিবেটার্স লিগ এবং ৪০টি দল নিয়ে হচ্ছে ন্যাশনাল ডিবেট বা এনডিসি ন্যাশনালস। এ ছাড়া যারা একেবারেই নতুন, স্কুল থেকে এসেছে, তাদের জন্যও আলাদা আয়োজন থাকছে।’
নটর ডেম ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট (প্রশাসন) মো. সাকিবুল ইসলাম সাকিব বলেন, ‘এই আয়োজনে বসুন্ধরা খাতার এগিয়ে আসাটা বড় সমর্থন। তাদের এই উদ্যোগ আমাদের উৎসাহ আরো বাড়াবে।
’
বসুন্ধরা গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ (মার্কেটিং, সেক্টর সি) সৈয়দ জুলকার নাইন বলেন, ‘আশা করছি, নটর ডেম ডিবেটিং ক্লাব ও বসুন্ধরা খাতা একটি শীর্ষমানের বিতর্ক আয়োজনের মাধ্যমে দেশের তরুণ বিতার্কিকদের সেরা দক্ষতা প্রদর্শনের সুযোগ করে দেবে।’