জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাদ দিলে দেশে অর্ধেক মানুষ নিয়ে নির্বাচন হবে। সেটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। শেখ হাসিনা প্রতিযোগী কমিয়ে দেওয়ার রাজনীতি করে সফল হয়নি। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন।
’
গতকাল শনিবার সন্ধ্যায় রংপুর জিলা পরিষদ কমিউনিটি সেন্টার মিলনায়তনে আলোচনাসভা ও ইফতার মাহফিল শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, ‘যেই ক্ষমতায় আসে, ছাড়তে চায় না। ইলেকশন ম্যানুপুলেট করতে চায়। দেশবাসী ম্যানুপুলেট ইলেকশন মানবে না।
তারা অর্ধেক মানুষকে নিয়ে নির্বাচন করে নিজেরা ভাগ-বাটোয়ারা করবেন, দেশকে ধ্বংস করবেন—এটি দেশবাসী মেনে নেবে না।’ তিনি বলেন, ‘জাতীয় পার্টিকে দোসর বলে রাজনীতি থেকে দূরে ঠেলে দেওয়ার পাঁয়তারা চলছে। এমন পরিস্থিতি তৈরি করে নেতাকর্মীদের মাঝে হতাশা তৈরির চেষ্টা চলছে।’