গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘দেশে গণতন্ত্রের উত্তরণের জন্য মতের ভিন্নতা থাকলেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে বাতিল মাল আওয়ামী লীগকে নিয়ে নয়। এই দল নিয়ে কোনো আলোচনা তো নয়ই, নির্বাচনও করা যাবে না। তারা গত ১৬ বছরে আমাদের ওপর অনেক বর্বরতা চালিয়েছে।
ভিন্নমতের কাউকে ঘরেও থাকতে দেয়নি। সুতরাং তাদের নিয়ে কোনো ধরনের আলোচনা নয়। তবে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন দিতে হবে এবং প্রয়োজনীয় সংস্কারগুলোও এরই মধ্যে চলবে।’
গতকাল রবিবার সন্ধ্যায় চাঁদপুর শহরের হাসান আলী স্কুল মাঠে গণ অধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুর।
তিনি আরো বলেন, ‘মানুষ যেন বলতে না পারে আমরা আগেই ভালো ছিলাম।’
একই অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, দেশের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। এটা ঠিক না। এই সেনাবাহিনী গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তাই গণতন্ত্র রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
ডা. দীপু মনি প্রসঙ্গে রাশেদ খান বলেন, এই নারীর লজ্জা শরম কিছুই নেই। আদালতে আসা-যাওয়ার সময় হাসি দেন। অথচ তাঁর কারণে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গেছে।