জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ শুরু হয়েছে। গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আনুষ্ঠানিকভাবে এই বিতরণ কার্যক্রম শুরু হয়। নাবিল গ্রুপের সহযোগিতায় প্রেস ক্লাবের সব সদস্যকে এই উপহার সামগ্রী দেওয়া হবে।
জাতীয় প্রেস ক্লাব সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে নাবিল গ্রুপের পক্ষে বক্তব্য দেন হেড অব অ্যাডমিন মেজর (অব.) মো. পারামুদ্দিন হোসেন।
তিনি উপস্থিত সদস্যদের হাতে ঈদসামগ্রী তুলে দেন। প্রেস ক্লাবের পক্ষ থেকে হাসান হাফিজ নাবিল গ্রুপের হেড অব অ্যাডমিনের হাতে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন।
এ সময় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি ও এ কে এম মহসীন উপস্থিত ছিলেন। নাবিল গ্রুপের পক্ষে আরো উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ অ্যাডমিন সাইফুল কবির সালমান ও জনসংযোগ ব্যবস্থাপক মো. বদরুদ্দোজা।
এ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন সাংবাদিক নিয়াজ মাহমুদ সোহেল।
সভাপতির বক্তব্যে হাসান হাফিজ বলেন, ‘দীর্ঘদিন আমরা স্বৈরাচারকবলিত ছিলাম। অর্থনৈতিক বিশৃঙ্খলার মধ্যে পড়েছিলাম। কিন্তু ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা সেই সংকট অনেকটা উত্তরণ করেছি।
প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ভাইয়েরা এই সংকট মোকাবেলায় ভূমিকা রেখেছেন। দেশের ব্যবসায়ী সম্প্রদায় নিবেদিতপ্রাণ হয়ে সংকট মোকাবেলায় এগিয়ে এসেছেন।’