সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আখতারুজ্জামানের বিষয়ে তদন্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি। গতকাল রবিবার এ তথ্য জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে গত বছরের ১৬ অক্টোবর হাইকোর্টের ১২ জন বিচারপতিকে বিচারকাজ থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁদের মধ্যে বিচারপতি মো. আখতারুজ্জামানও আছেন।
গতকাল সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, ইতঃপূর্বে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কর্তৃক বিচারপতি মো. আখতারুজ্জামানের বিষয়ে রাষ্ট্রপতির কাছে তথ্য পাঠানো হয়। এই তথ্যাবলির নিরিখে সংবিধানের অনুচ্ছেদ ৯৬(৫)(বি) অনুসরণ করে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি আখতারুজ্জামানের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে নির্দেশনা পাঠিয়েছেন।
ওই ১২ বিচারপতির মধ্যে দুজন অবসরে, একজন পদত্যাগ করেছেন, একজনকে অপসারণ করা হয়েছে, দুজন মেয়াদ শেষ হওয়ায় বিদায় নিয়েছেন। বাকি ছয়জনের মধ্যে বিচারপতি আখতারুজ্জামানের বিষয়ে তদন্তের নির্দেশনা এলো।
অসদাচরণ বা অসামর্থ্যের অভিযোগে গত ১৮ মার্চ বিচারক পদ থেকে অপসারণ করা হয় হাইকোর্টের বিচারপতি খিজির হায়াতকে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্তের ভিত্তিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে অপসারণ করেন। পরে ২০ মার্চ আইন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।