<p>নরসিংদীর পলাশ উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিতরণকেন্দ্রে বসে ভোটারদের কাছ থেকে নামে-বেনামে আদায় করা হচ্ছে অর্থ। গত কয়েক দিন ধরে এই অর্থ আদায় করছেন স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কাজে দায়িত্বরত কয়েকজন অপারেটর। চাহিদা অনুযায়ী টাকা দিতে না পারায় স্মার্ট কার্ড না নিয়েই ফিরে যেতে হচ্ছে অনেককে।</p> <p>জানা যায়, গত ১৫ ডিসেম্বর থেকে পলাশ উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রথম পর্যায়ে পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজে উপজেলার পৌর এলাকার তিনটি ওয়ার্ডের স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে। আর এই কার্ড বিতরণের শুরুতেই উঠে এসেছে অনিয়মের অভিযোগ।</p> <p>ভুক্তভোগীদের অভিযোগ, পরিচয়পত্রের অনলাইন কপি নিয়ে গিয়েও স্লিপ হারানো বাবদ তাদের কাছ থেকে ৩৭০ টাকা করে আদায় করা হচ্ছে। টাকা না দিলে পরিচয়পত্র দিচ্ছেন না দায়িত্বরত অপারেটররা। এ নিয়ে চরম ক্ষোভ দেখা দিয়েছে স্মার্ট কার্ড নিতে আসা অনেক ভোটারের মধ্যে। স্মার্ট কার্ড নিতে আসা সোহেল মিয়া, হুমায়ন, ইসমাইলসহ একাধিক ভোটার জানান, তাঁরা ২০১৭ সালের ভোটার। ভোটার স্লিপ হারানোর কারণে স্মার্ট কার্ড নেওয়ার সময় তাঁদের কাছ থেকে ৩৭০ টাকা করে আদায় করা হয়েছে।</p> <p>পলাশ উপজেলা নির্বাচন কর্মকর্তা জোবাইদা খাতুন বলেন, ‘নতুন ভোটারদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি আমার জানা নেই। শুধু পুরনো ভোটারদের আগের পরিচয়পত্র হারানোর জন্য সার্ভিস চার্জ বাবদ ৩৬৮ টাকা নিতে পারে।’</p>