<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া সড়ক ও জনপথ বিভাগের (সওজ) খাল ভরাট রুখে দিলেন স্থানীয় কৃষকরা। চাঁদপুরের হাজীগঞ্জের কৈয়ারপুল লেভেলক্রসিং সংলগ্ন সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। খালে ফেলা বালু সরিয়ে নিতে পাশের নির্মীয়মাণ ভবনের মালিক মনির হোসেনকে সময় বেঁধে দিয়েছেন কৃষকরা। </span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একেক করে খাল ভরাট হয়ে যাওয়ায় পানি আটকে থেকে ফসল নষ্ট হয়ে যাচ্ছিল। এতে ক্ষুব্ধ কৃষকরা ঐক্যবদ্ধ হয়ে খাল ভরাটকাজ বন্ধ করে দেন। খবর পেয়ে সওজের কর্মকর্তারা গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। </span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে খালের পাশের জমির মালিক প্রবাসী মনির হোসেনের ছেলে রায়হান বলেন, ‘আমরা কাজ বন্ধ রাখছি।’ </span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চাঁদপুর সড়ক বিভাগের হাজীগঞ্জ উপসহকারী প্রকৌশলী মো. আবু হানিফ বলেন, ‘রিপোর্ট পাওয়ার পর আমরা আইনি ব্যবস্থা নেব।’</span></span></span></span></p>