<p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span lang="EN-US" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২২ দিনের নিষেধাজ্ঞার মধ্যে বঙ্গোপসাগরে ইলিশ শিকারে গিয়ে নিখোঁজ রয়েছেন ভোলার মনপুরা উপজেলার ২০ জেলে। সাগরে মাছ শিকারে যাওয়ার ১৫ দিন অতিবাহিত হলেও ওই জেলেদের কোনো খোঁজ মেলেনি। গত ২২ অক্টোবর রাতের আঁধারে ওই সব জেলে সাগরে মাছ শিকারে যান। ২৪ অক্টোবর ট্রলারের মাঝি জাহাঙ্গীরের সঙ্গে অন্য ট্রলারের মাঝিদের মোবাইল ফোনে যোগাযোগ হয়েছে। এরপর ১৩ দিন চলে গেলেও তাঁদের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। এদিকে মাছ শিকারে যাওয়া জেলেদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁদের পরিবারগুলো চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছে। </span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span lang="EN-US" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল বিকেল ৪টা পর্যন্ত নিখোঁজ জেলেদের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে নিশ্চিত করে ট্রলার মালিক মো. আক্তার হোসেন মাঝি। জেলেদের সন্ধান না পেয়ে গত ৩ নভেম্বর সাগরে যাওয়া এফবি রিনা-১ ট্রলারের মালিক মো. আক্তার হোসেন মনপুরা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ জেলেরা হলেন ট্রলারের মাঝি জাহাঙ্গীর, শেখ ফরিদ, সিদ্দিক, শামীম, আলাউদ্দিন, আবুল খায়ের, বাতেন, ইয়াছিন, জয়নাল আবদীন, মিলন, ইসলাম আলী, ফিরোজ, সোহাগ, অলিউদ্দিন, সোহাগ আখন, সুমন, আবুল কালাম, আজাদ, ইয়াকুব আলী ও নুর সর্দার। তাঁদের সবার বাড়ি মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে। </span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span lang="EN-US" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিখোঁজ জেলে শেখ ফরিদের স্ত্রী কুলসুম বেগম জানান, মালিকপক্ষ নিষেধাজ্ঞার মধ্যে সাগরে মাছ ধরতে নিয়ে গিয়ে তাঁদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। </span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span lang="EN-US" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিখোঁজ ট্রলারের মালিক মো. আক্তার হোসেন কালের কণ্ঠকে জানান, তিনি জন্মসূত্রে মনপুরার বাসিন্দা হলেও পরিবার নিয়ে চট্টগ্রামে বসবাস করেন। ২২ তারিখ তাঁকে না জানিয়ে ট্রলারের মাঝি জাহাঙ্গীর অন্য জেলেদের নিয়ে নিষেধাজ্ঞার মধ্যে সাগরে মাছ শিকারে গেছেন। অনেক খোঁজাখুঁজি করেও তাঁদের কোনো সন্ধান না পেয়ে থানায় জিডি করেছেন। </span></span></span></span></span></span></p> <p align="left" class="body" style="text-align:left"><span style="font-size:10pt"><span style="line-height:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span lang="EN-US" style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মনপুরা থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান, নিখোঁজ ট্রলারের মালিক থানায় একটি জিডি করেছেন।</span></span></span></span></span></span></p>