<p><span style="font-size:11pt"><span style="text-autospace:none"><span style="vertical-align:middle"><span style="line-height:115%"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="letter-spacing:-.3pt">টাকার বিনিময়ে বৈদুতিক খুঁটি প্রদান, সংযোগ দিতে ঘুষ আদায়, মিটার ছাড়া লাইন দিয়ে বিদ্যুৎ বাণিজ্য ও গ্রাহকদের সঙ্গে অসদাচরণের প্রতিবাদে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড (ওজোপাডিকো), ঝালকাঠির নলছিটি শাখার উপসহকারী প্রকৌশলী কিশোর ঢাকইদারের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রাহকরা। গত শনিবার দুপুরে শহরের ফেরিঘাট সড়কে আবাসিক প্রকৌশলীর দপ্তরের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করে তারা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যুতের খুঁটি বিনা মূল্যে স্থাপন করার কথা থাকলেও উপসহকারী প্রকৌশলী কিশোর ঢাকইদারকে টাকা না দিলে খুঁটি পাওয়া যায় না। নতুন সংযোগ নিতে হলেও তাঁকে দিতে হয় ঘুষ। এ ব্যাপারে জানতে উপসহকারী প্রকৌশলী কিশোর ঢাকইদারকে মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।</span></span></span></span></span></span></span></span></p>