<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্য দূরীকরণে যৌন নিপীড়ন সেলের প্রয়োজনীয় সংস্কার এবং রাতে নারী শিক্ষার্থীদের হলে প্রবেশের সময়সীমা নির্ধারণের পাঁয়তারা বন্ধসহ ছয় দফা দাবিতে মশাল মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রীরা। </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাহাঙ্গীরনগরের মেয়েরা রাতের দখল নাও</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> ব্যানারে তাঁরা এই কর্মসূচি পালন করেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত সোমবার দিবাগত রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হলের সামনে থেকে একটি মশাল মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষে হয়। পরে সেখানে একটি সমাবেশ করেন তাঁরা। এতে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েকজন নারী শিক্ষকও অংশ নেন। সমাবেশ শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অমান্য করে সারা রাত হলের বাইরে অবস্থানের ঘোষণা দিয়ে নতুন কলা ভবনে সিনেমা প্রদর্শনীর আয়োজন করেন। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষার্থীদের দাবিগুলো হলো লিঙ্গ সংবেদনশীলতা প্রসঙ্গে একাডেমিক ও পেশাগত দক্ষতা সম্পন্ন ব্যক্তিকে যৌন নিপীড়নবিরোধী সেলের প্রধান হিসেবে নিয়োগ দিতে হবে এবং সেলের প্রয়োজনীয় সংস্কার করতে হবে, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ে যৌন নিপীড়ন সেলে আসা অভিযোগের নিষ্পত্তি করতে হবে, প্রত্যেক একাডেমিক ভবনে নারীদের জন্য পর্যাপ্ত টয়লেট নিশ্চিত করতে হবে এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পর্যাপ্তসংখ্যক পাবলিক টয়লেট স্থাপন করতে হবে, প্রতিটা হলে ও বিভাগে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপন করে রক্ষণাবেক্ষণ করতে হবে, নিরাপত্তা ও রাতের অজুহাতে নারীদের হলের ছাদ ও ক্যাম্পাসের বিভিন্ন আড্ডাস্থলসহ বিভিন্ন জায়গায় নারীদের বিচরণ সীমিত করার প্রচেষ্টা বন্ধ করতে হবে এবং সান্ধ্য আইন প্রয়োগ করে নারী শিক্ষার্থীদের হলের প্রবেশের সময়সীমা নির্ধারণ করার পাঁয়তারা বন্ধ করতে হবে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সমাবেশে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী প্রাপ্তি তাপসীর সঞ্চালনায় বক্তব্য দেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সুমাইয়া জাহান। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাহাঙ্গীরনগরের মেয়েরা কখনো দমে যাওয়ার পাত্র ছিল না এখনো নেই। আমরা যেমন আমাদের সঙ্গে হওয়া অন্যায়ের জবাবও দিতে পারি, তেমনি অন্য কারো সঙ্গে হওয়া অন্যায়েরও জবাব দিতে পারি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক স্নিগ্ধা রিজওয়ানা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা শুধু বাংলাদেশ নয়, পুরো উপমহাদেশের জন্য একটি উদাহরণস্বরূপ।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>