<p>ময়মনসিংহের হালুয়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটির সেবা তৃতীয় শ্রেণির হওয়ায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার প্রায় সাড়ে তিন লাখ মানুষ। জানা যায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি ২০১৩ সালের ১০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। উদ্বোধনের প্রায় ১১ বছর পার হলেও এখনো তৃতীয় শ্রেণিতেই পড়ে আছে প্রতিষ্ঠানটি। ১৪ জন লোকবল ও বড় একটি অগ্নি ইঞ্জিন গাড়ি নিয়ে চলছে প্রতিষ্ঠানটি। উপজেলায় এখনো ৮০০ কিলোমিটার কাঁচা সড়ক রয়েছে। পাশাপাশি পৌর শহরের অনেক গলিতে বড় গাড়ি যেতে পারে না। গ্রামের কোথাও আগুন লাগলে কাঁচা সরু রাস্তা দিয়ে এই অগ্নি ইঞ্জিন গাড়ি যেতে পারে না। ফলে অগ্নিনির্বাপণ, উদ্ধার, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান, মুমূর্ষু রোগীদের হাসপাতালে প্রেরণ ও উদ্ধার তৎপরতা পরিচালনাসহ সব ধরনের প্রাকৃতিক ও মানবিক দুর্ঘটনায় উদ্ধারকাজে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায় বহুগুণ। তৃতীয় শ্রেণির স্টেশনগুলোতে একটি মাত্র পানিবাহী বা অগ্নি ইঞ্জিন গাড়ি থাকে। কোনো দুর্ঘটনায় উদ্ধারে গেলেও আহতদের এই পানিবাহী গাড়ি দিয়ে হাসপাতালে পাঠানো যায় না।</p> <p> </p>