<p>কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকার কৃষক জানু মিয়ার সব স্বপ্ন কেড়ে নিয়েছে এবারের ভয়াবহ বন্যা। গোমতীর চরে সবজির আবাদ করেই সংসার চলত তাঁর। কিন্তু হঠাৎ বন্যার পানির ঢলে ভেসে যায় তাঁর ক্ষেতের সব ফসল; সেই সঙ্গে ভেসে যায় তাঁর স্বপ্নও।</p> <p>গোমতী নদীর পানি কমতে থাকায় এরই মধ্যে জেগে উঠেছে চর। কিছুদিন আগেও যে চরে সবুজ ফসলের সমারোহ ছিল, এখন সেই চরজুড়ে শুধুই বন্যার ক্ষত। স্মরণকালের ভয়াবহ এই বন্যার পানি নামতেই কুমিল্লার গোমতীর চরের কৃষকরা আবারও ব্যস্ত হয়ে উঠেছেন নদীর চরকে সবুজ বানাতে। তাই বন্যার ক্ষত বুকে নিয়েই গোমতীর চরে স্বপ্নের বীজ বুনতে শুরু করেছেন কৃষকরা।</p> <p>সরেজমিনে গোলাবাড়ি এলাকায় গোমতীর চরে গিয়ে দেখা গেছে, পঞ্চাশোর্ধ্ব কৃষক জানু মিয়া ব্যস্ত সময় পার করছেন ক্ষেতে। এরই মধ্যে নিজের ক্ষেতকে সবজি চাষের জন্য উপোযোগী করে বীজ বুনছেন তিনি।</p> <p>জানু মিয়া বলেন, ‘আমার ক্ষেতে মুলা, ফুলকপি, বাঁধাকপিসহ বিভিন্ন সবজি ছিল। গোমতীর চরে এখন বছরের ১২ মাসই সবজির চাষ হয়। কিন্তু ২০ আগস্ট হঠাৎ করে আসা ভারতীয় ঢলে আমার সব সবজি ভেসে যায়। এই বন্যায় আমার সব শেষ হয়ে গেছে। এখন পানি কমেছে, তাই নতুন করে সব শুরু করেছি। বর্তমানে মুলার বীজ বুনছি।’</p> <p>কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লার উপপরিচালক আইউব মাহমুদ বলেন, ‘বন্যার ক্ষতের মধ্যে কৃষকদের ঘুরে দাঁড়ানোর উদ্যোগকে আমরা স্বাগত জানাই।’</p> <p> </p> <p> </p>