<p>বাংলাদেশ সেনাবাহিনী গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের পাশাপাশি শান্তি বজায় রাখাসহ বিভিন্ন ধরনের সামাজিক উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কাজ পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার সিন্দুকছড়ি জোনের জালিয়াপাড়া আর্মি ক্যাম্প কর্তৃক রামসুবাজার এলাকায় জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়। চিকিৎসাসেবা প্রদান কার্যক্রমটি দিনব্যাপী পরিচালনা করা হয়। এর মাধ্যমে মোট ১৮৮ জন অসুস্থ ও সুবিধাবঞ্চিত জনগণকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেন সিন্দুকছড়ি জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন নাহিয়ান কবির, এএমসি। চিকিৎসাসেবা প্রদান শেষে তিনি সবাইকে সম্প্রীতি বজায় রেখে মিলেমিশে বসবাসের পরামর্শ দেন। এ ছাড়া এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য দল-মত-নির্বিশেষে সবাইকে সহযোগিতা কামনা করে তিনি বলেন, সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।</p> <p> </p> <p> </p>