<p>কাজিপুর উপজেলার সোনামুখী ফাজিল মাদরাসা মাঠ থেকে গরুর হাট সরানোর দাবিতে মানববন্ধন করেছেন ওই মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকরা। গতকাল রবিবার সোনামুখী হাটবারে মাদরাসা মাঠসংলগ্ন রাস্তায় মানববন্ধনে তাঁরা অংশ নেন। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা মাদরাসার মাঠে গরুর হাট বসানোর অসুবিধাগুলো তুলে ধরে স্লোগান দেন।</p> <p>মানববন্ধনে অংশে নেওয়া শিক্ষার্থী বোরহান আহমেদ বলেন, ‘রবিবার এলেই আমাদের মাঠ সকাল ১১টার মধ্যেই গরু দিয়ে ভরে যায়। গরু এবং মানুষের চিৎকার, চেঁচামেচিতে আমাদের ক্লাস করতে সমস্যা হয়। আমরা এই সমস্যার নিরসন চাই।’ সোনামুখী ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল আল আমিন বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা মাদরাসা মাঠ থেকে গরুর হাট সরানোর জন্য হাট ইজারাদার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আসছি। কাজিপুর উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি। কিন্তু এর পরও প্রতি রবিবার মাদরাসা মাঠে হাট বসে। এতে করে শিক্ষার্থীদের ক্লাসের চরম ব্যাঘাত ঘটে।’</p> <p>কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার বলেন, ‘এরই মধ্যে আমরা ইজারাদারকে মাদরাসা মাঠে হাট বসানো বন্ধ করতে পত্র দিয়েছি।’</p>