<p>বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে সংবিধান সংশোধনের যে উদ্যোগ নিয়েছে, তাতে পাহাড়ের মানুষ যেন বঞ্চিত না হয়, সেদিকে দৃষ্টি রাখার অনুরোধ জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ঊষাতন তালুকদার। গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি আয়োজিত আলোচনাসভায় এ কথা বলেন তিনি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতা ও রাজনীতিক মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্যে ঊষাতন তালুকদার বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো সরকারই চুক্তি বাস্তবায়নে আন্তরিকতা দেখায়নি। এই সরকারের কাছে দাবি থাকবে, দ্রুত চুক্তির মৌলিক ধারাগুলো বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার, যাতে পাহাড়ে মানুষ শান্তিতে বসবাস করতে পারে।’ সভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাঙামাটি জেলা শাখার সভাপতি ডা. গঙ্গামানিক চাকমা।</p> <p> </p>