<p>ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত পার করছে ফরিদপুরের সদরপুর ও চরভদ্রাসন উপজেলার পদ্মাপারের মানুষ। জেলার এ দুই উপজেলার বেশ কিছু এলাকা দিয়ে বয়ে গেছে পদ্মা নদী। নদীর পারসংলগ্ন সড়ক এরই মধ্যে ভেঙে গেছে। বেশ কিছু এলাকায় নতুন করে ভাঙন শুরু হয়েছে।</p> <p>গতকাল বুধবার সরেজমিনে সংশ্লিষ্ট এলাকায় গিয়ে দেখা যায়, সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়নের শয়তানখালি ঘাট, চন্দ্রপাড়া ঘাট ও আকোটের চর ইউনিয়নের আকোটের হাটসংলগ্ন কোকারাম সরকারের ডাঙ্গী এলাকার পদ্মা নদীতে ভাঙন দেখা দিয়েছে। এখানে রয়েছে সরকারি আশ্রয়ণ প্রকল্পের শতাধিক ঘর। প্রকল্প থেকে মাত্র ৫০০ গজ দূরেই পদ্মা নদী। অন্যদিকে আড়িয়ালখাঁ নদের স্রোতে উপজেলার চরমানাইর ইউনিয়ন ও চরনাসিরপুর ইউনিয়নের শিমুলতলী ঘাট, কাজীরসুরা, দূর্বারটেক, মফিজদ্দিনের কান্দি, হাফেজ কান্দি, চরগজারিয়া, গিয়াস উদ্দীন মুন্সীর কান্দি গ্রাম ভাঙছে।</p> <p>কোকারাম সরকারের ডাঙ্গীতে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা দেবাশীষ দাস বলেন, ‘সরকার আমাদের ভালোই দিয়েছে। কিন্তু পদ্মায় তো সব লইয়া যাবে। আমরা এই ভাঙন থেকে মুক্তি চাই।’</p> <p>উপজেলার দিয়ারা নাড়িকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন সরদার বলেন, ‘ইউনিয়নের বেশ কিছু এলাকাজুড়ে পদ্মার ভাঙন শুরু হয়েছে। ভাঙন রোধে স্থায়ীভাবে পদক্ষেপ নিতে জনগণের পক্ষ থেকে সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’</p> <p>ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী শশাংক কুমার বিশ্বাস বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। বরাদ্দ এলে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে।’</p> <p>সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।</p> <p> </p>