<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রায় অর্ধশতাব্দী পরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ফাজিল মাদরাসার মাঠ থেকে গরুর হাট অন্যত্র সরানো হয়েছে। গতকাল রবিবার এই হাট সরানো হয়। এর আগে গত ১৫ সেপ্টেম্বর মাদরাসা মাঠ থেকে গরুর হাট সরানোর দাবিতে মানববন্ধন করে ওই মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকরা। সোনামুখী ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল আল আমিন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দীর্ঘদিন যাবৎ আমরা আমাদের মাদরাসা মাঠ থেকে গরুর হাট সরানোর জন্যে হাট ইজারাদার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আসছিলাম। এবার কাজ হয়েছে। এতে করে রবিবার দিনের যে ভোগান্তি সেখান থেকে আমরা রক্ষা পেয়েছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিন আক্তার জানান, হাট ইজারাদারকে মাদরাসা মাঠে হাট বসানো বন্ধ করতে পত্র দিয়েছিলাম। তারা  মাদরাসা মাঠের গরুর হাটটি অন্যত্র সরিয়ে নিয়েছেন।</span></span></span></span></p> <p> </p>