<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্বশত্রুতার জেরে বাউল গানের আসরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চারজনকে গুরুতর জখম করা হয়। এতে নুরুজ্জামান নামের একজনের হাতের কবজি বিচ্ছিন্ন হয়। পরে রাতেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি বিভাগের চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় সবাইকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। গত শনিবার রাত দেড়টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বসতঘরের সীমানাসংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় ফজলুল করিমের সঙ্গে বাসেত মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই পূর্ববিরোধের জেরে ফজলুল করিম ও তাঁর স্বজনরা পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটান। এই ঘটনায় আহতরা হলেন নুরুজ্জামান (৬৫), মুক্তার হোসেন (৩৭), শাকিল (২৩) ও আমিন (১৪)। গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান জানান, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।</span></span></span></span></p>