<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ তানভীর সিদ্দিকীর পরিবারের জন্য নির্মাণাধীন বীর নিবাস ও তাঁর বাবার ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করেছে একদল দুর্বৃত্ত। নৌবাহিনী অবসরপ্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থা এই ঘরটি নির্মাণ করেছিল। গত শনিবার রাতে এই ভাঙচুর চালানো হয় বলে জানিয়েছেন মহেশখালী থানার ওসি কায়সার হামিদ। তিনি বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শনিবার রাতে কালারমারছড়া বাজারে স্থানীয় দুটি পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ তানভীর সিদ্দিকীর পরিবারের জন্য নির্মিতব্য বীর নিবাস ও তানভীরের বাবার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করে একদল দুর্বৃত্ত। তবে তারা কারা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> স্থানীয়দের দাবি, আওয়ামী লীগের একটি পক্ষ সামাজিক সংগঠনের নাম দিয়ে এলাকায় অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।</span></span></span></span></p>