<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুনামগঞ্জের জগন্নাথপুরে নৌকাবাইচ দেখানোর কথা বলে এক শিশুকে অপহরণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ছালিম উদ্দিন (৪৫), একই গ্রামের জনি (২৫) ও বাগময়নার সোহাগ মিয়া (২৫)। এর আগে গত বুধবার অপহরণের শিকার ওই শিশুর বাবা আল-আমিন বাদী হয়ে ওই তিনজনের নামে জগন্নাথপুর থানায় অপহরণ মামলা করেন। মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার (৭ অক্টোবর) শিশু সারজিদ তার খেলার সাথিদের সঙ্গে বাড়ির পাশে আলীগঞ্জ সেতুতে খেলাধুলা করতে যায়। ওই সময় অভিযুক্তরা নৌকাবাইচ দেখানো কথা বলে শিশু সারজিদসহ চার শিশুকে ব্যাটারিচালিত ইজি বাইকে (মিশুক) করে নিয়ে যান। পরে নৌকাবাইচ দেখা শেষে জনি ও সোহাগ একই স্থানে সারজিদের সাথি তিন শিশুকে গাড়ি থেকে নামিয়ে দেন। তবে শিশু সারজিদ ও অভিযুক্ত ছালিম উদ্দিন আর ফিরে আসেনি।</span></span></span></span></p>