<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাটোরের বড়াইগ্রামে মৃত স্বামীকে দেখতে গিয়ে মারধরের শিকার হয়েছে স্ত্রীসহ তাঁর স্বজনরা। গত সোমবার সন্ধ্যায় উপজেলার বাগডোব গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী গৃহবধূ নাটোর সদর উপজেলার হাজরা নাটোর এলাকার বাসিন্দা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভুক্তভোগীরা জানায়, প্রায় ছয় মাস আগে নাটোরের বড়াইগ্রামের বাগডোব গ্রামের প্রভাত কুমারের ছেলে জয়ন্ত কুমারের সঙ্গে নাটোর শহরতলির হাজরা নাটোর এলাকার শ্যামল চন্দ্রের মেয়ে শতাব্দী রানীর বিয়ে হয়। বিয়ের পর শতাব্দী তাঁর বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। গত শনিবার বিকেলে দুর্গাপূজা উপলক্ষে জয়ন্ত কুমার তাঁর শ্বশুরবাড়িতে আসেন। পরে শতাব্দীকে নিয়ে পূজার কেনাকাটা করেন। রাতে শ্যামল বাড়ির বাইরে কোথাও গিয়ে মদপান করেন। এর কিছুক্ষণ পর তিনি শ্বশুরবাড়ি এসে অসুস্থতা বোধ করেন। পরে রাতেই শ্যামল তাঁর নোহা গাড়িসহ বাড়িতে চলে যান। পরদিন সকালে তাঁর অসুস্থতা বেড়ে গেলে তাঁকে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শ্যামলের জ্যাঠাতো ভাই মিলন তাঁকে প্রাইভেট গাড়িতে করে নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই শ্যামল মারা যান। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত সোমবার বিকেলে জয়ন্তের মরদেহ বাড়িতে নেওয়া হয়। পরে সন্ধ্যার আগ মুহূর্তে জয়ন্তের স্ত্রী শতাব্দী রানী, তাঁর বাবা শ্যামল চন্দ্র, মা রূপালী রানীসহ তাঁদের ১৪-১৫ জন স্বজন মরদেহ দেখতে যায়। এ সময় মরদেহ দেখতে না দিয়েই মৃত শ্যামলের জ্যাঠাতো ভাই মিলনসহ কয়েকজন তাদের পিটিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ সবাইকে উদ্ধার করে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নববধূ শতাব্দী রানীর অভিযোগ, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শ্যামলের জ্যাঠাতো ভাই মিলনই শ্যামলের মৃত্যুর জন্য দায়ী। সে কেন মদপানে বিষক্রিয়ায় আক্রান্ত একজন রোগীকে প্রাইভেট গাড়িতে করে রাজশাহী নিয়ে গেল?</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বিষয়টির সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি চান তিনি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে মিলনের কাছে মারধরের কারণ জানতে চাইলে জানান, পাবলিক উত্তেজিত হয়ে সবাইকে মারধর করেছে। রামেকের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডা. আল মাসুদ মো. মিজানুর রহমান বিষাক্ত মদপানে জয়ন্তের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>