<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নান্দাইল উপজেলায় একটি এলপিজি গ্যাস সিলিন্ডার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি গোডাউন, দুটি ভাঙারি দোকান, একটি পিকআপ, একটি মোটরসাইকেল, টাকা ও দুই শতাধিক গ্যাস সিলিন্ডার পুড়ে গেছে। গত মঙ্গলবার নান্দাইল পুরাতন বাজারে বাপ্পী ট্রেডার্সের গোডাউনে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আনোয়ারুল হক বাপ্পী জানান, গত মঙ্গলবার গোডাউন থেকে গ্যাসের সিলিন্ডার ডেলিভারি দেওয়ার জন্য পিকআপে ওঠানো হয়। পিকআপটি ছাড়ার সময় গোডাউনে থাকা কোনো একটি সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে পিকআপসহ সিলিন্ডার পুড়ে গেছে। পিকআপের চালক আহত আরমান মিয়াকে (২৫) হাসপাতালে ভর্তি করা হয়। বাপ্পী আরো জানান, তিনি বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাবসায়িক কাজে বিনিয়োগ করেছিলেন। আগুনে প্রয়োজনীয় কাগজপত্র  ও দলিল পুড়ে গেছে। নান্দাইল থানার ওসি ফরিদ আহমেদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিস কর্মীদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>