<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুর মহানগরীর সারাবো এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেক্সিমকো গ্রুপের শ্রমিকরা। পুলিশ ও সেনাবাহিনী শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিলে প্রায় দুই ঘণ্টা পর সকাল সাড়ে ১০টার দিকে চন্দ্রা-নবীনগর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।  জানা গেছে, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে শনিবার সকাল ৮টার দিকে প্রায় দেড় হাজার শ্রমিক কারখানার সামনে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তাঁরা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা বেতন আদায় করে দেওয়ার আশ্বাস দিলে সকাল ১০টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন। শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, বেক্সিমকো গ্রুপের সারাবো এলাকার প্রতিষ্ঠানগুলোতে ২২ হাজার শ্রমিক কাজ করেন। প্রতি মাসে বেতনের জন্য প্রয়োজন হয় ৮০ কোটি থেকে ৮২ কোটি টাকা।</span></span></span></span></p>