<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় চাঁদপুর. রাজবাড়ী ও মুন্সীগঞ্জে গতকাল সোমবার এবং গত রবিবার অভিযান চালিয়ে ৮৯ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রতিনিধিদের তথ্যে বিস্তারিত :</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চাঁদপুর : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গতকাল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সকাল থেকে দুপুর পর্যন্ত নৌ পুলিশের অভিযানে ৬৩ জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় জেলেদের কাছ থেকে সাড়ে পাঁচ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, মাছ ধরার পাঁচটি নৌকা এবং ১৫০ কেজি ইলিশ জব্দ করা হয়। আটক হওয়া জেলেদের মধ্যে ৪০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং তিনজনকে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অন্য জেলেরা কিশোর বয়সের হওয়ায় মুচলেকা রেখে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজবাড়ী : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজবাড়ীতে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ২৪ জন জেলেকে সাত দিন করে এবং একজনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ছাড়া অভিযানে এক লাখ পাঁচ হাজার মিটার কারেন্ট জাল এবং ১২৪ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করার পাশপাশি জব্দ করা মাছগুলো এতিমখানায় প্রদান করা হয়। গত রবিবার রাত থেকে গতকাল সোমবার বিকেল পর্যন্ত পদ্মা নদীর সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া ঘাট থেকে বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুন্সীগঞ্জ : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুন্সীগঞ্জে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> দুই জেলেকে আটক করা হয়েছে। এ সময় নদী থেকে জব্দ করা হয় ১০ হাজার মিটার কারেন্ট জাল। গত রবিবার রাতে লৌহজং উপজেলাসংলগ্ন নদীতে মা ইলিশ রক্ষায় অভিযানে এসব জেলেকে আটক ও জাল জব্দ করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন। তিনি জানান, রাত ১১টা  থেকে ৩টা পর্যন্ত লৌহজং উপজেলার পদ্মা নদীর ১৫ কিলোমিটার এলাকায় মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করা হয়। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>