<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিজেদের জমা রাখা টাকা ফেরত না পেয়ে চাঁদপুর সোস্যাল ইসলামী ব্যাংক ঘেরাও করে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ গ্রাহকরা। গতকাল মঙ্গলবার সকাল থেকে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার ফয়সাল শপিং কমপ্লেক্স ভবনের দোতলায় এই ব্যাংকে টাকা তোলার জন্য চেক নিয়ে জড়ো হন গ্রাহকরা। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ টাকা লেনদেন বন্ধ রাখলে উত্তেজিত গ্রাহকরা প্রবেশের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। পরে চাঁদপুর মডেল থানার ওসি এসে গ্রাহকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টাকা তুলতে আসা গ্রাহক শাহনাজ বেগম ও ইমরান হোসেন জানান, ২০ লাখ টাকা তুলতে দেড় মাস ধরে আসা-যাওয়া করছেন তাঁরা। পাঁচ হাজার টাকার বেশি দিতে পারছে না ব্যাংক কর্তৃপক্ষ। টাকা না পাওয়ায় ব্যবসা বাণিজ্য ও সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তাঁরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খোঁজ নিয়ে জানা গেছে, সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড চাঁদপুর জেলা শাখায় ২২ হাজার গ্রাহক। ব্যাংকে টাকা তুলতে গেলে একজন গ্রাহককে পাঁচ হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার নিয়ে চলে যেতে বাধ্য করা হয়। এই টাকা দিয়েও দিনে ১০০ গ্রাহককে চালাতে পারে না। এ ছাড়া জেলার বিভিন্ন শাখায় টাকা সংকটের কারণে চাহিদা অনুযায়ী টাকা পাচ্ছেন না গ্রাহকরা। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সোস্যাল ইসলামী ব্যাংকে টাকা লেনদেনের জটিলতা শুরু হয়। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও স্বাভাবিক হয়নি ব্যাংকের লেনদেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সোস্যাল ইসলামী ব্যাংকের চাঁদপুর শাখা ব্যবস্থাপক মাহবুব আলম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আগস্টের শুরু থেকে গ্রাহকের টাকা দিতে হিমশিম খাচ্ছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার উদ্দিন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চাহিদা অনুযায়ী টাকা না পাওয়ায় কিছু গ্রাহক উত্তেজিত হয়ে গিয়েছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>