<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অবশেষে যাত্রা শুরু করতে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম। আগামী ২৫ অক্টোবর গুচ্ছ পরীক্ষার পর ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। চলতি শিক্ষা বর্ষে, দুটি অনুষদে ৪০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে কুড়িগ্রাম শহরে দুটি আবাসিক ভবন ভাড়া নেওয়া</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> হয়েছে। প্রস্তুত রয়েছে প্রশাসনিক ভবনও। বিদেশি অধ্যাপক এখানে শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন। রেজিস্ট্রার দপ্তর জানিয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরা মালয়েশিয়ার পুত্রা মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে ইন্টার্ন করতে পারবেন। এরই মধ্যে চূড়ান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোর্স ক্রেডিট ট্রান্সফার করে এক বছর পুত্রা মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ২৫০ একর জমিতে একটি দৃষ্টিনন্দন ক্যাম্পাস গড়ে তোলার জন্য এরই মধ্যে দুটি ডিপিপি প্রণয়ন করা হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>