<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রতিষ্ঠার ১৮ বছর পেরিয়ে গেলেও কাটেনি শিক্ষার্থীদের আবাসনসংকট। বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় শতকরা ৭৬ জন বঞ্চিত হচ্ছেন আবাসন সুবিধা থেকে। আসনসংকটের কারণে আর্থিক অসচ্ছলতা থাকা সত্ত্বেও হলে উঠতে পারছেন না শিক্ষার্থীরা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রেজিস্ট্রার দপ্তর থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১৯টি বিভাগের শিক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজার ৯৯৮ জন। ২০২৩-২৪ বর্ষে নতুন আরো ভর্তি হবে এক হাজার ৩০ জন শিক্ষার্থী। এদিকে বিশ্ববিদ্যালয়ে ছেলেদের তিনটি এবং মেয়েদের দুটিসহ পাঁচটি হলে আসনসংখ্যা রয়েছে এক হাজার ৪৩০টি। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যার হিসাবে শতকরা মাত্র ২৪ জন শিক্ষার্থী আবাসন সুবিধা পাচ্ছেন। বাকি ৭৬ জন শিক্ষার্থীকে মেস ভাড়া করে থাকতে হচ্ছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষার্থীরা জানান, আবাসনসংকটের কারণে প্রতিনিয়তই বিপাকে পড়তে হয় তাঁদের। প্রতি মাসেই সিট ভাড়া নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ে থাকা সম্ভব হয় না। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের রুবেল বৈরাগী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিট সংকটের কারণে আমাদের সময়, যোগাযোগ, নিরাপত্তা ও আর্থিক নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের যে নতুন ক্যাম্পাস হচ্ছে সেটা ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে; সেই সঙ্গে হলগুলোও। তখন আমরা শিক্ষার্থীদের শতভাগ আবাসিক সুবিধা নিশ্চিত করতে পারব। হলগুলো যেন যত দ্রুত সম্ভব তৈরি হয়, সে ব্যাপারে বর্তমান প্রশাসন খুবই সচেতন রয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হায়দার আলী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই মুহূর্তে আসলে আবাসন সংকটের সমাধান নিয়ে কিছুই সম্ভব হচ্ছে না। তবে আমাদের নতুন ক্যাম্পাসে আশা রাখছি সব সমস্যার সমাধান হবে। সবার আসন নিশ্চিত হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>