<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বঙ্গোপসাগর তীরের বরগুনা জেলা শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে নলিবাজার। বাজারের পার্শ্ববর্তী এলাকাটি জেলে-অধ্যুষিত। এখানকার বেশির ভাগ মানুষ মূলত সাগর আর নদীকেন্দ্রিক মৎস্যসম্পদের ওপর নির্ভর। মাছ ধরার জন্য নৌকা নিয়ে নদী-সাগরে যেতে পারলে তাদের জীবিকা চলে নতুবা জীবন থমকে যায়। টানা ২২ দিন মা ইলিশ ধরা নিষিদ্ধ থাকার সময় জেলেরা অলস সময় কাটাচ্ছেন। ঠিক একই সময় বাংলাদেশের সমুদ্রে মাছ ধরা বন্ধ রাখার সুযোগ নিয়ে ভারতীয় জেলেরা বাংলাদেশ অংশে ঢুকে মাছ ধরে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের সমুদ্রসীমায় মৎস্য আহরণে ভারতীয় নৌযানের অনুপ্রবেশ একটা নিয়মিত সমস্যা বলে পাথরঘাটা, কলাপাড়ার জেলেরা জানিয়েছেন। যদিও বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌবাহিনীর প্রতিবেশী দেশের মাছধরা নৌযান আটকের অনেক নজির রয়েছে। সম্প্রতি ভোলা, মোংলা ও পটুয়াখালীর কলাপাড়াসংলগ্ন অংশ থেকে পাঁচটি ভারতীয় ট্রলারসহ ৭৯ জেলেকে আটক করেছে নৌবাহিনী।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেরা বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশি সমুদ্রসীমায় প্রায়ই ভারতের মাছ ধরা ট্রলার ঢুকে পড়ছে। এমনকি বাংলাদেশের সীমানায় মাছ ধরা নিষিদ্ধ থাকাকালেও তাদের উপস্থিতি বেড়ে যায়। পাথরঘাটার নৌযানের মৎস্যজীবীদের অভিযোগ, যে হারে বিদেশি নৌযান বাংলাদেশের সীমানায় অবৈধ মাছ শিকার করে সে তুলনায় বিদেশি জাহাজ আটক হয় খুবই কম।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নলিবাজার এলাকার একজন জেলের স্ত্রী রেনু বেগম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শুধু নিবন্ধিত জেলেরাই এই সহায়তা পাচ্ছেন। শ্রমিকদের এই তালিকায় অন্তর্ভুক্তির কোনো বিধান না থাকায় তাঁরা মানবেতর জীবনযাপন করছেন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে ২২ দিনের জন্য ২৫ কেজি চাল নিতান্তই কম বলে জানালেন মেঘনাতীরের চরফ্যাশনের শামরাজ বাজারের জেলে আ. খালেক মৃধা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">২০১৪ সালে সমুদ্রসীমা নিয়ে ভারত ও মায়ানমারের সঙ্গে বিরোধ-মীমাংসার পর বঙ্গোপসাগরের বিশাল এলাকার মালিকানা পেয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ উপকূলবর্তী এক লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার সমুদ্র অঞ্চলের ২০০ নটিক্যাল মাইলের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল নির্ধারণ করা হয়। মূলত এখানেই বাংলাদেশের জেলেরা মাছ ধরার সুযোগ পান। সম্প্রতি পটুয়াখালী ও বাগেরহাটে ৭৯ ভারতীয় জেলেকে পাঁচটি ট্রলারসহ আটক করেছে নৌবাহিনী।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কুয়াকাটার গঙ্গামতির জেলে আলম হাওলাদার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতীয় জেলেরা কারেন্ট জালসহ পাঁচ ধরনের অত্যাধুনিক জাল ব্যবহার করে। তাদের কাছে রয়েছে জিপিএস নামক বিশেষ ধরনের যন্ত্র। বাইনোকুলার দিয়ে ট্রলারে বসে নৌবাহিনী ও কোস্ট গার্ডের তৎপরতায় নজর রাখে। এ যন্ত্রের মাধ্যমে ভারতীয় জেলেরা যে পথ দিয়ে আসে, আবার দ্রুত সেই পথেই নিজেদের জলসীমায় ফিরে যায়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাথরঘাটার জেলে আব্দুল্লাহ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতীয় জেলেরা আমাদের টলারের পাশে এসে জাল পাতে। তাদের জাল আমাদের জালের ওপরে পড়লে আমাদের জাল কেটে দিয়ে তারা জাল টেনে মাছ ধরে নিয়ে যায়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের সাগরে ভারতীয় জেলেদের তাণ্ডব নতুন নয়। প্রতিবছর ইলিশ মৌসুমে তারা অনুপ্রবেশ করে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কলাপাড়া থানার ওসি জুয়েল হোসেন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা অপু দাস বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">৩১ জেলেকে অনুপ্রবেশের দায়ে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে জেলে পাঠানো হয়েছে। জেলেদের মধ্যে ২৪ জনের পরিচয়পত্রের ফটোকপি পেয়েছি। তাদের পরিচয় জানতে দূতাবাসের মাধ্যমে কাগজ ভারতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কোস্ট গার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা (ভোলা) লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ হারুন-অর-রশিদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশীয় জলসীমায় ভিনদেশি জেলেদের প্রতিহত করতে নৌবাহিনীর পাশাপাশি কোস্ট গার্ড কাজ করছে। তার পরও দেশীয় জলসীমায় ভিনদেশি জেলেদের অনুপ্রবেশ ঘটনা ঘটেছে। এরই মধ্যে ৪৮ জেলেকে আটক করা হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></p>