<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা ও এর শাখানদীতে মা ইলিশ নিধনের অপরাধে সাত জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত দুজনকে ১৬ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। ফরিদপুরের সদরপুরে চার জেলেকে আটক করে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। মাদারীপুরের শিবচরে পদ্মায় ১৫ জেলেকে আটক করে পাঁচজনকে পাঁচ হাজার করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১০ জনকে আট দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বানারীপাড়া</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (বরিশাল) : নিষিদ্ধ সময়ে সন্ধ্যা ও এর শাখানদীতে মা ইলিশ নিধনের মহোৎসব চলছে। নিষেধাজ্ঞার শুরু থেকে এ পর্যন্ত সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে সাত জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে ১৬ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচজনকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময়ে প্রায় এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে নষ্ট করা হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">) : সদরপুরে মা ইলিশ শিকারের অপরাধে চার জেলেকে আটক করে তাঁদের সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ১০ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় দান করা হয়েছে। সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁর বিভিন্ন পয়েন্টে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস এই অভিযান চালিয়ে জেলেদের আটক করে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিবচর (মাদারীপুর</span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">) : শিবচরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১৫ জেলেকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচজনকে পাঁচ হাজার টাকা করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১০ জনকে আট দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পদ্মার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অফিস।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফরিদপুর : </span></span></strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফরিদপুর</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের লাল খার বাজারে সোমবার রাতে অভিযান চালিয়ে প্রায় পাঁচ মণ ইলিশ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানা এবং দুটি সরকারি শিশু পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন, মৎস্য অফিস ও পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।</span></span></span></span></span></p>