<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টানা বন্ধ থাকার পর পার্বত্য চট্টগ্রামের দুই জেলা রাঙামাটি ও খাগড়াছড়ির পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। আগামী ১ নভেম্বর থেকে রাঙামাটি এবং ৫ নভেম্বর থেকে খাগড়াছড়ি জেলায় ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। তবে বান্দরবানের বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জানান, পরিস্থিতির উন্নতি হওয়ায় ১ নভেম্বর থেকে রাঙামাটি এবং ৫ নভেম্বর থেকে খাগড়াছড়ি পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণের ওপর আরোপ করা সিদ্ধান্ত তুলে নেওয়া হবে এবং এ সময় থেকেই এই দুটি জেলায় পর্যটক ভ্রমণ করতে পারবেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খাগড়াছড়ি পর্যটন মোটেলের ব্যবস্থাপক উত্তম কুমার মজুমদার জানান, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কয়েক মাস ধরে গণ-অভ্যুত্থান ও সহিংসতার ঘটনায় পর্যটন ব্যবসা একদম বন্ধ হয়ে গেছে। এখন পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় কিছুটা হলেও আশ্বস্ত হচ্ছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, আগামী ৫ নভেম্বর থেকে পর্যটকদের ওপর ভ্রমণ নিরুৎসাহ করার সিদ্ধান্ত প্রত্যাহার হচ্ছে। ওই দিন থেকে পর্যটকরা ঘুরতে পারবেন পর্যটনকেন্দ্রগুলো। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে এই সিদ্ধান্ত হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উল্লেখ্য, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ও ১ অক্টোবর পার্বত্য জেলাগুলোতে পৃথক সহিংসতার ঘটনায় এমনিতেই পর্যটকদের আগমন কমে যায়। তার ওপর গত ৬ অক্টোবর জেলা প্রশাসনের নির্দেশনার কারণে পর্যটনকেন্দ্রগুলো বন্ধ হয়ে যায়। </span></span></span></span></span></p>