<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গ্রামবাসী মাইকে লোকজন জমায়েত করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ১০ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে শিল্পপার্ক এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। স্থানীয় লোকজন জানায়, সয়দাবাদ ইউনিয়নের পুনর্বাসন বড় মাঠে সম্প্রতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। শনিবার খেলা চলাকালে মোহনপুর ও পঞ্চসোনা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ নিয়ে কয়েক দিন ধরে উভয় গ্রামবাসীর মধ্যে উত্তেজনা চলছিল। এ অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে মোহনপুর ও পঞ্চসোনা গ্রামবাসী মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে লোকজন জমায়েত করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, দোকানপাট ও বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।</span></span></span></span></span></p>