<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ময়মনসিংহের ভালুকায় শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদ ও লঞ্ছনাকারীদের বিচার দাবিতে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে উপজেলার ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ঘটনাস্থলে উপস্থিত হন সেনা, র‌্যাব ও পুলিশ সদস্যরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। উপজেলার ভরাডোবা পুরনো বাসস্ট্যান্ড এলাকায় গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা যায়, বিদ্যালয়ের বর্তমান পরিচালনা কমিটির জনৈক সদস্যসহ পাঁচ-সাত ব্যক্তি বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ কে এম আসাদুজ্জামানকে ক্লাস থেকে এবং সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিরেন চন্দ্র রায়, রফিকুল ইসলামসহ অন্য একজন শিক্ষককে অফিস কক্ষ থেকে জোরপূর্বক বের করে লাঞ্ছিত করে ও স্থানীয় বাসস্ট্যান্ড পর্যন্ত নিয়ে যায়। ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন বাসস্ট্যান্ড থেকে ওই শিক্ষকদের স্কুলে ফিরিয়ে আনে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নূর খান জানান, মহাসড়ক অবরোধের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং শিক্ষার্থীদের দাবির বিষয়ে আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>