<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হবিগঞ্জের বাহুবল উপজেলার দিগাম্বর বাজারে মা ও মেয়েকে গলা কেটে হত্যার ঘটনায় তিন আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. ইয়াছির আরাফাত এই দণ্ডাদেশ দেন। আসামিরা হলেন আমীর হোসেন, আব্দুল হান্নান ও মনির মিয়া। রায় ঘোষণাকালে তিন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১১ মার্চ হবিগঞ্জের বাহুবল উপজেলার দিগাম্বর বাজারে একটি ভাড়া বাসায় গভীর রাতে লামাপুটিজুরী গ্রামের সবজি ব্যবসায়ী সঞ্জিত দাসের স্ত্রী অঞ্জলী দাস (৩৫) ও তাঁর মেয়ে পূজা দাসকে (৮) গলা কেটে হত্যার পর স্বর্ণালংকার ও টাকা লুট করা হয়। আদালতে উপস্থিত বাদী সঞ্জিত দাস এই রায়ে সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হাবিবুর রহমান খান বলেন, এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। তিনি দ্রুত এই রায় বাস্তবায়নের দাবি জানান। আদালতে আসা আসামিদের স্বজনরা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান।</span></span></span></span></span></p>