<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি এবার খুলনা মহানগরীতে খোলাবাজারে (ওএমএস) কৃষিপণ্য বিক্রি শুরু করল কৃষি বিপণন অধিদপ্তর। নগরীর পাঁচটি স্থানে পাঁচটি নিত্যপণ্য বিক্রি করা হচ্ছে কম মূল্যে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত সোমবার সকালে নগরীর শিববাড়ি মোড়ে কৃষিপণ্য ওএমএস কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নিত্যপণ্যগুলো হচ্ছে : ডিম (১১০ টাকা ডজন), আলু (৩০ টাকা কেজি), পেঁয়াজ (৭০ টাকা কেজি), পেঁপে (১৫ টাকা কেজি) এবং পটোল (৩০ টাকা কেজি)। বাজার সিন্ডিকেট ভাঙতে এই উদ্যোগ নিল কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি বিপণন অধিদপ্তর। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মো. মাসুদ করিম জানান, প্রথম দিনেই মানুষের বেশ সাড়া পাওয়া যাচ্ছে। এর ফলে ক্রেতারা কমমূ ল্যে কৃষিপণ্য পাচ্ছে।</span></span></span></span></span></p>