<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বগুড়ায় স্ত্রী হত্যার ১৯ বছর পর স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা দায়রা জজ আদালত-২-এর বিচারক জালাল উদ্দিন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আসামি চান মিয়া শাজাহানপুর উপজেলার মানিকদীপা পদ্মপাড়া এলাকার বাসিন্দা। কোর্ট এজাহারের বরাতে ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন জানান, ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর ভোররাতে চান মিয়ার সঙ্গে তাঁর স্ত্রী ফুলবানুর ঝগড়া হয়। এক পর্যায়ে চান মিয়া তাঁর পরনে থাকা গেঞ্জি ফুলবানুর গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এরপর ফুলবানুর পরনে থাকা শাড়ি দিয়ে ঘরের আড়ার সঙ্গে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজান। ঘটনার পরদিন নিহত ফুলবানুর বাবা হত্যা মামলা করেন এবং পুলিশ চান মিয়াকে গ্রেপ্তার করে। পরে শাজাহানপুর থানার তৎকালীন এসআই আব্দুর রাজ্জাক আসামি চান মিয়াকে অভিযুক্ত করে চার্জশিট দেন।</span></span></span></span></p>